আজ যুবভারতীতে ইস্টবেঙ্গল ও মুম্বাই এফসি মুখোমুখি হবে, আইএস এল লীগ ২০২৪-২০৫ জন্য । গতকাল
অনুশীলনে ডিএমনতাকওস এবং আনোয়ার আলী রা ছিলেন । গতকাল অনুশীলনের পরে কোচ ওস্কার ব্রুজো বলেন ইস্টবেঙ্গল সুপার ৬ যাওয়া নিয়ে দোলাচলে আছে বলে তার কথায় ধরা পরে । তিনি বলেন লীগের প্রথম ৬ টা ম্যাচে আমরা কোনো পয়েন্ট পাইনি সেটা আমাদের পিছিয়ে দিয়েছে ,তাও আমরা চেষ্টা করবো, শৌভিকের না খেললে আনোয়ার ও জিকসন সিংহ মাঝ মাঠে জুটি বাঁধবেন ।