আজ রিসার্ভ ডে তে আইপি এল ফাইনাল অনুষ্ঠিত হবে

গতকাল বৃষ্টির জন্য পরিত্যক্ত হলো আইপিএল ফাইনাল ,আজ সোমবার রিসার্ভ ডে তে ম্যাচ হওয়ার কথা ।একান্তই যদি সোমবারে খেলা না হয় ,সেই ক্ষেত্রে লীগ তালিকা তে শীর্ষে থাকা গুজরাট টাইটান্স চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ।