ভারতীয় সময় ৩:৩০ মিনিটে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট লর্ডসের মাঠিতে । ভারতীয় অধিনায়ক শুভমান গিল কে দেখা গেলো পিচের উপর ঝুকে পরে পিচের চরিত্রে বুঝতে । ভারতের সহ অধিনায়ক ঋষভ পন্থ গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন “বলের আকৃতি নষ্ট হয়ে যাচ্ছে ,যার ফলে খুব সমস্যা হচ্ছে কিপিং করতে করতে ।এই অবস্থা আগে হয়নি “।
আজ লর্ডসে ভারত দ্বিতীয় টেস্ট কেমন খেলে তা জানতে আগ্রহী ভারতবাসী
On: Thursday, July 10, 2025 11:44 AM





