১৯৯০ সালে অনুর্ধ ২১ ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সোভিয়েত ইউনিয়ন এবং সেই দলের ডিফেন্ডার ছিলেন আন্দ্রে চেরনিশভ ,ফুটবল ছাড়ার পরে তিনি কোচিং শুরু করে ২০০২ -২০০৫ অব্দি সোভিয়েত উনিয়নের অনূর্ধ্ব ২১ জাতীয় দলের কোচ ছিলেন ,এর পরে তিনি মস্কো স্পার্টাক দলের ও কোচ হন ।আসন্ন আই লীগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শক্তিশালী দল গড়তে চায় সাদাকালো ব্রিগেড ।মহামেডানের লক্ষ্য বেতিয়া ,গঞ্জালেজ ,জিওহারা সমেত ৫ জন কে নেয়া ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...