আবিদ আলীর মৃত্যু তে শোকস্তব্ধ ভারত সহ সারা বিশ্বের ক্রিকেট মহল

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৈয়দ আবিদ আলী ৮৩ বছর বয়েসে প্রয়াত হন ক্যালিফোর্নিয়া তে ।ক্যালিফোর্নিয়া ছিল তার দ্বিতীয় ঘর বাড়ি ।নর্থ আমেরিকা ক্রিকেট লীগের সরকারি ফেসবুক পেজে তার প্রয়ানে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে ।তিনি ঐখানে ক্রিকেটের প্রচারে কাজ করতেন । ১৯৬৭-৭৪ অব্দি তিনি ভারতের হয়ে ২৯ টি টেস্ট খেলেছিলেন এবং উইকেট নিয়েছিলেন ৪৭ টি অসাধারণ ফিল্ডার ছিলেন ।গাভাস্কার মদনলাল এবং আজহারউদ্দিন রা তার মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছেন ।