আবেশ খানের বোলিংয়ের দৌলতে ম্যাচ জিতলো লখনৌ April 5, 2022 লখনৌর হয়ে উল্লেখযোগ্য রান করেন কেএল রাহুল এবং দীপক হুডা । দুটি করে উইকেট নেন ওয়াসিংটন রোমারিও ও নটরাজন ।জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স নির্দিষ্ট ওভারে করে ৯ উইকেটে ১৫৭ রান ।আবেশ খান ২৪ বলে ৪ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন এবং ম্যান ওফ দি ম্যাচ হন ।