গতকাল আরসিবি তাদের ঘরের মাঠে প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ওভারে তোলে ২০৫ রান ।তাদের হয়ে সর্বাধিক রান করে বিরাট কোহলি ৪২ বলে করেন ৭০ রান এবং দেবদত্ত পাদিক্কাল করেন ২৭ বলে ৫০ রান ।রাজস্থান রয়্যালস ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভারে তোলে ১৯৪ রান ।১১ রানে জয়ী হয় আরসিবি । ৩৩ রানে ৪ টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হো যশ হেজেলউদ ।