মায়ানমার সরকারের ব্রিগেডিয়ার কিয়াও কিয়াও থ্যান রেঙ্গুনের “হামা যুবি টাউনশিপে মহিলা অফিসার ক্যাডার দের পাসিং আউট অনুষ্ঠানে কোনো অবস্থা তেই যেন বিদ্রোহীদের কাছে সেনা অফিসারে রা আত্মসমর্পন না করে সেই নির্দেশ দিয়েসিলেন ,কিন্তু ওয়েস্টার্ন কমান্ডার এই ব্রিগেডিয়ার ,রাখাইন প্রদেশে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ।গত সপ্তাহে আরাকান আর্মি মংডু দখলের সময় তাকে যুদ্ধ বন্দি করেন । এখন সব থেকে বড় প্রশ্ন আরাকান আর্মির দখলে চলে যাবে কিনা মায়ানমার সহ বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল ।
রাজ্য
বিধাননগর মেলা কি বোর্ড য়ে মাতালেন
বিগত ২৫ শে ডিসেম্বর ২০২৪ বিধাননগর মেলার বিকাল ৫ টা ৩০ মিনিটে কি বোর্ড পরিবেশন করে দর্শক দের মনোরঞ্জন করেছেন ৭ বছর বয়েসী শিশু...