আর্জেন্টিনার ড্র

কোপায় প্রথম ম্যাচে আর্জেন্টিনা প্রথম গোল করে এগিয়ে গিয়েও জিততে পারলো না। চিলির সঙ্গে খেলার ফল হল ১-১। ৩২ মিনিটে মেসি ফ্রি কিকে বাঁকানো শটে  ১-০ করেন। ৫৬ মিনিটে  চিলি  পেনাল্টি  পায়। পেনাল্টি শট আর্জেন্টিনার গোলরক্ষক রুখে দিলে ফিরতি শটে  গোল করেন ভার্গাস।  ফল দাঁড়ায় ১-১। তবে আর্জেন্টিনা অনেক গোলের সুযোগ নষ্ট করেছে। চিলির স্যাঞ্চেজ  চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি।