গতকাল আইপি এলের ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপারকিংস তোলেন ৬ উইকেটে ১৫০ রান ।মঈন আলী ৫৭ বলে ৯৩ রান করেন ।দুটি করে উইকেট নেন চাহাল এবং ম্যাক কয় জবাবে রাজস্থান রয়্যালস ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৫১ রান তোলেন অশ্বিন ২৩ বলেন নট আউট থাকেন ৪০ রান করে এবং যশস্বী ৪৪ বলে ৫৯ রান করেন । ম্যান অফ দি ম্যাচ হন অশ্বিন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...