আশুতোষের বিধ্বংসী ইনিংস আইপি এলে দিল্লি কে জয়ের রাস্তা দেখালো

গতকাল আইপি এলে লীগের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস ১ উইকেটে হারালো লখনৌ সুপারজায়ান্ট কে । ম্যাচের সেরা হন আশুতোষ শর্মা ৩১ বলে ৬৬ রান তুলে ।প্রথমে ব্যাট করে লখনৌ সুপারজায়ান্ট তোলে ৮ উইকেটে ২০৯। নিকোলাস পুরান,৩০ বলে ৭৫ রান করে । জবাবে দিল্লি ক্যাপিটালস ১৯.৩ ওভারে ৯ উইকেটে ২১১ রান করে ।