বিগত খেলায় কেরালা ব্লাস্টার্স কে ৫-২ গোলে হারিয়ে ছন্দে আছে এটিকে মোহনবাগান ,অপরদিকে বৃহস্পতিবার নর্থ ইস্ট ইউনাইটেড কে হারিয়ে চাপমুক্ত রয়েছে ইস্টবেঙ্গল ।আগামী ২৯ সে অক্টোবর যুবভারতী তে ডার্বি ম্যাচ কে ঘিরে দুই,দলের মধ্যেই সাজ সাজ রব লক্ষ্য করা যাচ্ছে ।ইস্টবেঙ্গল কোচ জানান আগামী রবিবার থেকেই তারা পুরদমে অনুশীলন করবেন ।অপরদিকে,মোহনবাগান কোচ ফেরান্ড বুধবার থেকেই রুদ্ধদার মাঠে প্রস্তুতি শুরু করে দিয়েছে ডার্বির ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...