খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট কোচ ড্যারেন লেহম্যান বলেন আসন্ন বিশ্বকাপে খেতাব ধরে রাখার অভিযানে অস্ট্রেলিয়ার হয়ে প্রধান ভূমিকা নেবে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার । উল্লেখ্য লেহম্যান কোচ থাকাকালীন বল বিকৃতি কাণ্ডে এক বছরের জন্য নির্বাসন হয় স্মিথ ও ওয়ার্নারের । লেহমানের মন্তব্য ওপেন করতে নেমে বিধ্বংসী হয়ে উঠতে পারেন ওয়ার্নার যা অস্ট্রেলিয়ার জন্য জয়ের ভীত গড়ে দেবে ।