লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি ও তার জোট শরিক রা পর্যদুস্ত হওয়ার পরে গতকাল দিল্লিতে এক বৈঠক হয়েছিল এই জোটের ।সেইখানে আলোচনা হয় যে অজিত পাওয়ারের সাথে থাকা মূলত আহমেদনগর জেলার প্রায় ১৮ জন বিধায়ক বর্ষাকালীন অধিবেশনের পরে,শরৎ পাওয়ারে মূল দলের সঙ্গে মিশে যেতে পারে । আবার পাশাপাশি রাজ্যের খাদ্যমন্ত্রী ছগন ভুজবল(অজিত শিবিরে )শিগ্রই দলত্যাগ করে উদ্ভবের হাত ধরতে পারেন ,ছগন নাসিকের টিকিট চেয়েও পাননি ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...