আয়ারল্যান্ড হারলো অস্ট্রেলিয়ার কাছে টি ২০ বিশ্বকাপে

গতকাল অস্ট্রেলিয়ার মাঠে টি ২০ লীগের খেলাতে অস্ট্রেলিয়া জয়ী হলো আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে ।প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্দিষ্ট ওভারে তোলেন ৫ উইকেটে ১৮৯ রান ।৪৪ বলে ৬৩ রান করে ম্যান অফ দি ম্যাচ হন আরন ফিঞ্চ । জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৮.১ ওভারে ১৩৭ রানে সকলে আউট হয়ে যান । কামিংস, ম্যাক্সওয়েল,স্টার্ক ও জাম্পা দুটি করে উইকেট নেন ।