চেতেশ্বর পূজারা রয়্যাল লন্ডন ওয়ান ডে ক্রিকেটে ৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয় শতরান করলো ,শুক্রবার ৭৯ বলে করেছিলেন ১০৭ রান এবং রবিবার ১৩১ বলে করেন ১৭৪ রান । সারের হয়ে তিনি খেলেন এবং সাসেসক্সের ৬ উইকেটে তিনি ৩৭৮ রানতুলেছেন ।পাশাপাশি কুনাল পান্ডা ওয়ারউইক শায়েরর হয়ে ৩ টি উইকেট নেন এবং মিড্লসেক্সের হয়ে উমেশ ২ টি উইকেট নেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...