ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ৪৮ ঘন্টায় দুটি সেঞ্চুরি করলেন চেতেশ্বর পূজারা

India's Cheteshwar Pujara celebrates scoring a century during the first day's play of the first test cricket match between India and Sri Lanka in Galle, Sri Lanka, Wednesday, July 26, 2017. (AP Photo/Eranga Jayawardena)

চেতেশ্বর পূজারা রয়্যাল লন্ডন ওয়ান ডে ক্রিকেটে ৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয় শতরান করলো ,শুক্রবার ৭৯ বলে করেছিলেন ১০৭ রান এবং রবিবার ১৩১ বলে করেন ১৭৪ রান । সারের হয়ে তিনি খেলেন এবং সাসেসক্সের ৬ উইকেটে তিনি ৩৭৮ রানতুলেছেন ।পাশাপাশি কুনাল পান্ডা ওয়ারউইক শায়েরর হয়ে ৩ টি উইকেট নেন এবং মিড্লসেক্সের হয়ে উমেশ ২ টি উইকেট নেন ।