নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ধর্মশালার মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ভারত ৮ উইকেটে তোলে ৪৭৩ রান ।ভারতের হয়ে এই দিন সেঞ্চুরি করেন গিল ১১০ এবং রোহিত ১০৩।পাদিককাল করেন ৬৫ এবং সরফরাজ করেন ৫৬ রান ।ক্রিজে আছেন কুলদ্বীপ এবং বুমরাহ, যথাক্রমে ২৭ এবং ১৯ রান করে । বিশেষজ্ঞ রা বলছেন ৪-১ ফলাফল হওয়া শুধু সময়ের অপেক্ষা ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...