ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম দিন দুর্দান্ত বোলিং করলেন ভারতীয় স্পিনার রা

গতকাল ধর্মশালার মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিনে ৫৭.৪ ওভার খেলে ২১৮ রানে ইংল্যান্ডের সকলে আউট হয়ে যান । অশ্বিন নেন ৫১ রানে ৪ উইকেট এবং কুলদ্বীপ নেন ৭২ রানে ৫ উইকেট আর জাদেজা নেন ১৭ রানে,এক উইকেট ।ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন ক্রাউলি ৭৯।জবাবে ভারত দিনের শেষে ৩০ ওভারে খেলে ১৩৫ রান তোলে ,ক্রিজে আছে রোহিত ৫২ ও গিল ২৬ রান করে ,যশস্বী আউট হয়ে যান ৫৭ রান করে ।