গতকাল আহমেদাবাদে তৃতীয় ওডিআই জিতলো ভারত ,ইংল্যান্ডের বিরুদ্ধে ।প্রথমে ব্যাট করে ভারত করে
৫০ ওভারে ৩৫৬ রান ।গিল করে ১১২(১০২) বিরাট করে ৫২(৫৫),শ্রেয়াস করে ৭৮ (৬৪) বলে ।জবাবে ইংল্যান্ড ৩৪.২ ওভারে ২১৪ রানে সকলে আউট হয়ে যান ।ম্যাচের সেরা হন শুভমান গিল ,ভারতীয় বোলারদের মধ্যে অর্শদ্বীপ ,হর্ষিত রানা ,অক্ষর প্যাটেল ও হার্দিক পাণ্ডে ২ টি করে উইকেট নেন ।