ইংল্যান্ড কে ৩৩ রানে হারিয়ে অস্ট্রেলিয়া প্রথম চারের দাবিদার হলো

গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার হয়ে স্মিথ করেন ৪৪ এবং গ্রিন করেন ৪৭।ক্রিস ওকস ৫৪ রানে ৪ উইকেট নেয় ,জবাবে ইংল্যান্ড ৪৮.১ ওভারে ২৫৩ রানে সকলে আউট হয়ে যান ।সর্বাধিক রান করেন ডাভিড মালান ৫০ রান এবং আদম জাম্পা করেন ২১ রান তিন উইকেট নেয় ।