গতকাল ইউরো কাপের সেমিফাইনালে ইংল্যান্ড হারালো ৫-৩ গোলে সুইজারল্যান্ড কে । খেলার ৭৫ মিনিটের মাথায় অসম্ভব তীব্রতা তে ১-০ করেন এম্বলো সুইজারল্যান্ডের হয়ে ।৭৭ মিনিটের মধ্যে ইংল্যান্ড কে ম্যাচে ফেরায় ,বুকাও সাকা ।অতিরিক্ত সময়েও খেলার নিস্পত্তি না হওয়াতে খেলা পৌঁছে যায় ট্রাইবেকারে ।ইংল্যান্ডের গোলরক্ষক আকঞ্জীর দুর্বল শট বাঁচান গোল রক্ষক ,ইংল্যান্ড পেনাল্টি যেতে ৫-৩ গোলে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...