যোগ্যতাপর্বে স্পেনকে নিয়ে অনেকেই চিন্তায় ছিলেন।গত নভেম্বরে নেশনস কাপে পর পর তিনটি ড্র করে জার্মানিকে ৬ গোলে হারিয়েছিল। ১৯৩১ সালের পর জার্মানি এতো বড় ব্যবধানে হারেনি। স্পেনের সমর্থকরা মনে করছেন এবারে তাদের জেতার সম্ভাবনা আছে। তবে তাদের অধিনায়ক করোনায় আক্রান্ত। তাদের মোরেনো দারুন ফর্মে যার বাঁ পাটা দুরন্ত। দলের কোচ লুইস এনরিকে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...