এবার জার্মানি ইউরোতে গ্রুপ অফ ডেথ এ আছে। এই গ্রুপে আর আছে ফ্রান্স,পর্তুগাল ও হাঙ্গেরি। তবে কোচ লো র কোচিং এ জার্মানি ইউরোতে প্রতিবার অন্তত সেমিফাইলালে উঠেছে। গত বিশ্বকাপে জার্মানি প্রাথমিক পর্বেই বিদায় নিয়েছিল। আবার ন্যাশনস কাপে স্পেনের কাছে ৬ গোল খেয়েছে। লো মুলার ও হুমেলস কে দলে ফিরিয়েছেন। নক আউটে যেতে জার্মানিকে দারুন পারফর্ম করতে হবে।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...