ইউরো কাপের শেষ ছারে পৌঁছে গেলো তুরস্ক ও নেদারল্যান্ড

গতকাল ইউরো কাপের শেষ আটের খেলা তে নেদারল্যান্ড ৩-০ গোলে চূর্ণ করলো রোমানিয়া কে ।২০ মিনিটের মাথায় ১-০ করেন গ্যাকপো ।৮৩ মিনিটে তার পাশ থেকে ২-০ করেন মালেন ,৯৩ মিনিটে গ্যাকপো আরেকটি গোল দিয়ে ফলাফল করেন ৩-০। অপরদিকে তুরস্ক অস্ট্রিয়া কে ২-১ গোলে হারালো ।