গতকাল ইউরো কাপের শেষ আটের খেলা তে নেদারল্যান্ড ৩-০ গোলে চূর্ণ করলো রোমানিয়া কে ।২০ মিনিটের মাথায় ১-০ করেন গ্যাকপো ।৮৩ মিনিটে তার পাশ থেকে ২-০ করেন মালেন ,৯৩ মিনিটে গ্যাকপো আরেকটি গোল দিয়ে ফলাফল করেন ৩-০। অপরদিকে তুরস্ক অস্ট্রিয়া কে ২-১ গোলে হারালো ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...