ইউরো কাপ জয়ী পর্তুগাল ঘোষণা করলো তাদের ২০২১ সালের দল

আসন্ন ইউরো কাপ চ্যাম্পিয়নশিপের জন্য রোনল্ডোর নেতৃত্বে দল ঘোষণা করলো পর্তুগালের ফুটবল কর্তৃপক্ষ ।প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালে প্রথম বার ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল রোনাল্ডোর নেতৃত্বে ফ্রান্স কে হারিয়ে । এই বার তারা পড়েছেশক্তিশালী এফ গ্রুপে তাদের সহযোগী হলো ফ্রান্স ,জার্মানি এবং হাঙ্গারি ।আগামী ১৫ জুন তাদের প্রথম খেলা হাঙ্গেরির বিরুদ্ধে ।