ইতালিকে রোখা যাচ্ছে না

ইতালি অপরাজেয় হয়ে উঠেছে।  তাকে কেউ আটকাতে পারছে না। শুক্রবার তারা বর্তমানে বিশ্বের ১ নম্বর বেলজিয়ামকে হারিয়ে দিয়ে চলে গেল সেমিফাইনালে। এখন তাদের প্রতিপক্ষ স্পেন। আজকের খেলার ফল ইতালির পক্ষে ২-১। ১৩ মিনিটেই গোল করে ছিল ইতালি। কিন্তু অফসাইডের জন্য তা বাতিল হয়ে যায়। ৩১ মিনিটে বারেল্লা  এবং ৪৪ মিনিটে ইনসিনিয়ে গোল করলে ইতালি ২ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান লুকাকু।