আজ ইতালির সামনে বেলজিয়াম। ইউরো কাপে ইতালি শুরু থেকেই ভাল খেলছে। ২০১৮ র বিশ্বকাপে তারা খেলতে পারেনি যোগ্যতা অর্জন করতে না পারায়। তবে কোচ মানচিনির অধীনে তারা প্রভূত উন্নতি করেছে এবং টানা ৩১ ম্যাচে অপরাজিত। তিনি জানান বেলজিয়াম কঠিন প্রতিপক্ষ তবে তারা শুরু থেকেই আক্রমনে যাবেন এবং তাদের রণনীতির কোন পরিবর্তন হবে না। ইতালি দলের ইমমোবিলে যে কোন জায়গা থেকে গোল করতে পারে এবং সে ৩ ম্যাচে ২ গোল করেছে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...