২০১৮ র বিশ্বকাপে ইতালি যোগ্যতা অর্জন করতে পারে নি। তারা এর আগে ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু সেই দলটি দুর্দান্ত খেলে ইউরো কাপটি রোমে নিয়ে চলে গেল এবং সকলে সেখানে উৎসবে মেতে উঠেছে। কোচ মানচিনি দলের খেলায় পরিবর্তন এনেছেন। আগে ইতালি রক্ষনাত্মক ফুটবল খেলত। কিন্তু মানচিনির জাদুর ছোঁয়ায় রক্ষণের পাশে আক্রমণে ছন্দ এনে এবং তারুণ্যের গতি ও শক্তির মিশ্রণ ঘটিয়ে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...