ইতালির লোকাতেল্লিকে রোখা যাচ্ছে না। ইউরো কাপে সমানে ছুটছে ইতালি নামক ঘোড়া। বুধবার তারা সুইজারল্যান্ডকে হারাল ৩-০ গোলে এবং শেষ ১৬য় পৌঁছে গেল। ২৬ মিনিটে প্রথম গোল করেন লোকাতেল্লি আবার ৫২ মিনিতে তিনিই গোল করে ইতালিকে ২-০ গোলে এগিয়ে দেন। ৮৯ মিনিটে দলের তৃতীয় তথা শেষ গোল করেন ইমমোবিলে।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...