এবারে ইউরো কাপে ইতালি ভাল খেলছে।কিন্তু তাদের পুরো আটকে রেখে অস্ট্রিয়া খেলাটাকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়। তারা রক্ষণ মজবুত করে রেখেছিল। সঙ্গে প্রতি আক্রমণে গোল করার চেষ্টা। ইতালি আক্রমণ করলেই অস্ট্রিয়া ৭-৮ জন নেমে গিয়ে আক্রমণ রুখে দিয়েছে । তবে ৯৫ মিনিটে কিয়েসা ও ১০৬ মিনিটে পেসিনা গোল করে ইতালিকে ২ গোলে এগিয়ে দেন। হাল না ছেড়ে অস্ট্রিয়া ব্যবধান কমালেও জিততে পারল না।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...