ইতালি স্পেনকে হারিয়ে ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল। খেলা গড়াল টাইব্রেকার পর্যন্ত। প্রথমার্ধে কোন গোল হয় নি। বিরতির পর খেলা ধরে নেয় ইতালি।৬০ মিনিটের মাথায় কিয়াসা তৎপরতার সঙ্গে সোয়ারভিং শটে গোল করে ইতালিকে এগিয়ে দেন। কিন্তু ৮০ মিনিটে পরে নামা মোরাতা গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। টাই ব্রেকারে ইতালি গোলরক্ষক মোরাতার শট বাঁচালে ইতালি টানা ৩৩ ম্যাচ অপরাজিত থেকে ইউরো ফাইনালে পৌঁছে গেল।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...