প্রথম ম্যাচে ইতালি তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে। সমর্থকেরা ইতালিকে নিয়ে আশাবাদী। কিন্তু কোচ মানচিনি এখনই গা ভাসাতে রাজি নন। আজ ইতালির প্রতিপক্ষ সুইজারল্যান্ড। মানচিনি এই ম্যাচ নিয়ে খুবই চিন্তিত। কারণ দলটি খুব দ্রুতগতিতে খেলে ও বড় দলকে রুখে দেওয়ার ক্ষমতা আছে। তবে ইতালির মিডফিল্ডার ভেরাত্তি চোট সারিয়ে উঠেছেন। কিন্তু ডিফেন্সের ফ্লোরেনজি এখনো চোটগ্রস্ত।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...