ইতিহাস গড়লো ভারতের অনুর্ধ ১৯ মহিলা ক্রিকেটারেরা

গতকাল দক্ষিণ আফ্রিকা তে মেয়েদের অনুর্ধ ১৯ টি ২০ বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড কে হারিয়ে ইতিহাস
গড়লো ভারত ।মাত্র ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে নেয় ভারত । প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৭.১ ওভারে ৬৮ রানে সকলেআউট হয়ে যান ।ভারতের হয়ে দুটি করে উইকেট নেন তিতাস ,অর্চনা দেবী ও পার্শি চোপড়া ।জবাবে ভারত ১৪ ওভারে ৬৯ রান তোলেন ৩ উইকেট হারিয়ে ।ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বাংলার মেয়ে তিতাশ সাধু ।তিনি ৪ ওভারে ৬ রান দিয়ে ২ টি উইকেট নেন ।