ইতিহাস বলছে আই এস এল ডার্বিতে মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে অনেক এগিয়ে

আজ গুয়াহাটিতে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে চাপমুক্ত মোহনবাগান ও উদ্বেগে থাকা ইস্টবেঙ্গল ।পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান ও শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল ।আইএস এলের ডার্বিতে দুই প্রধান মুখোমুখি হয়েছে ৯ বার দুই ৮ বার জিতেছে মোহনবাগান ও ১ বার ড্র ।আর গুয়াহাটির মাটিতে বড়দোলুই ট্রফি তে মোহনবাগান জিতেছে ১ বার আর ইস্টবেঙ্গল জিতেছে ২০০৯ শালে ফেডারেশন কাপে ১ বার ।