খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইডেনে আগামী ২২সে নভেম্বর দিন রাতের টেস্ট গোলাপি বলে হবে ।প্রস্তুতির জন্য একটুও সময় নষ্ট করতে চাইছে না কোহলি ব্রিগেড ।ম্যাচ আগে শেষ হওয়াতেই কলকাতা তে না এসে আগামী দুই দিন ইন্ডোরে গোলাপি বলে অনুশীলন চালাবে তারা । পূজারা এবং মোহাম্মদ শামি সহ যারা গোলাপি বলে দলীপ ট্রফিতে খেলেছেন তারা জোর দিচ্ছেন গোধূলি আলোতে এই বল খেলার উপরে ,কারণ ,গোলাপি বল খেলায় গোধূলি আলোতেই সমস্যা বাড়ে বেশি ।