ইপিএলে করোনার থাবা

 ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন করে করোনা  আক্রমণ করায়  জরুরি অবস্থা  জারি করা হয়েছে। অংশগ্রহনকারী  ২০ টি ক্লাবকে করোনার বিধি নিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ জারি করা  হয়েছে। যখন এই প্রতিযোগিতা শুরু হয়েছিল তখন দূরত্ব বিধি মানার কথা বলা হয়েছিল। মাঝে নিয়ম শিথিল করা হয়।  তবে ওমিক্রনের দ্রুত  ছড়িয়ে পড়া আটকাতে এবারে  ক্লাবগুলির জন্য কঠোর নিয়ম জারি করা হয়েছে।