সূত্রের দাবি ইরানের আক্রমণে ,আদানি ঘোষ্ঠী নিয়ন্ত্রিত হাইফা বন্দরে কাজকর্ম নির্বিঘ্নেই চলছে ।শনিবার হাইফা এবং তার নিকটবর্তী একটি তেল শোধনাগারের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র উড়ে এসেছিলো ঠিক তবে কোনো ক্ষতি হয়নি,হতাহতের কোনো খবর নেই ,এখন বন্দরে ৮ টি জাহাজ রয়েছে এবং মাল ওঠানামার কাজটি স্বাবাভিক নিয়মেই চলছে ।ইসরায়েলের পণ্য ৩০% আমদানি হয় এই বন্দর দিয়েই ।
ইসরায়েলের হাইফা বন্দরের কোনো ক্ষতি হয়নি
On: Monday, June 16, 2025 9:59 AM





