খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইংল্যান্ড ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাকিস্তানী অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ কে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বোলিং একশন ভাঙার জন্য নির্বাসিত করলো । মঙ্গলাবার ইংল্যান্ড বোর্ডের বোলিং রিভিউ কমিটি তার বোলিং একশনে নির্ধারিত সীমার থেকে বেশি কনুই ভাঙছে বলে জানিয়েছে ।মিডলসেক্সের হয়ে খেলা হাফিজ বোলিং একশন শুদ্রে নেয়ার পরে হয়তো আবার বোলিংয়ের জন্য ডাকতে পারে ইসিবি ।