ইস্টবেঙ্গলের গোল কিপার কোচ পদত্যাগ করলেন

On: Tuesday, October 21, 2025 10:37 AM

আই এফ এ শিল্ড ফাইনালে মোহনবাগানের কাছে হারার পরে, ইস্টবেঙ্গলের কোচ অস্কারের সাথে গোল কিপার কোচ সন্দীপ নন্দীর চরম বিতর্ক বাধে । অস্কার চাননি গিলের জায়গায় দেবজিৎ কে ট্রাইবেকারে নামাতে । কিন্তু তা সত্ত্বেও সন্দীপের জোরাজুরিতে তে তিনি নামাতে বাধ্য হন এবং ৬-৫ ইস্টবেঙ্গল হেরে যায় মোহনবাগানের কাছে । অস্কার এই বিষয়ে চরম ক্ষুব্ধ ।