ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ নিয়ে মত ভেদ লগ্নি কারী ও কর্তাদের মধ্যে

নতুন মরশুমে জোসেফ গামবাউয়ের সাথে কথা বার্তা এগিয়ে চে লগ্নিকারীরা ।তবে ইস্টবেঙ্গল কর্তারা পরবর্তী কোচ হিসাবে যান এটিকের মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাস কে ।এই ছাড়াও তাদের তালিকা তে রয়েছে ম্যানুয়েল মারকুয়েজ ও সের্খিও লোবেরোর নাম ।আগামী ২৩ সে মার্চ বৈঠকে লগ্নিকারীদের কাছে হাবাস কে আনার প্রস্তাব দেবেন ইস্ট বেঙ্গল কর্তারা ।