গতকাল আইএস এলে লীগের খেলাতে ইস্টবেঙ্গল এগিয়ে থেকেও হেরে গেলো ওড়িশা এফসির কাছে ২-১ গোলে ।খেলা আরাম্ভ হওয়ার ৩৩ সেকেন্ডের মধ্যে প্যান্টিকের পাশ থেকে অসাধারণ দক্ষতায় ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন পিভি বিষ্ণু ।খেলার দ্বিতীয় অর্ধে মৌরিসিয়ো কে রাকিপ ফেলে দেন বক্সের মধ্যে আর সেই পেনাল্টি থেকে মৌরিসিয়ো ১-১ করেন ।৬১ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের রক্ষণের ভুলে ২-১ করেন প্রিস্টন রেবেলো ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...