ইস্টবেঙ্গলের পরাজয় আই এস এল লিগে

গতকাল আইএস এলে লীগের খেলাতে ইস্টবেঙ্গল এগিয়ে থেকেও হেরে গেলো ওড়িশা এফসির কাছে ২-১ গোলে ।খেলা আরাম্ভ হওয়ার ৩৩ সেকেন্ডের মধ্যে প্যান্টিকের পাশ থেকে অসাধারণ দক্ষতায় ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন পিভি বিষ্ণু ।খেলার দ্বিতীয় অর্ধে মৌরিসিয়ো কে রাকিপ ফেলে দেন বক্সের মধ্যে আর সেই পেনাল্টি থেকে মৌরিসিয়ো ১-১ করেন ।৬১ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের রক্ষণের ভুলে ২-১ করেন প্রিস্টন রেবেলো ।