ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল বাহিনী আই লীগ চ্যাম্পিয়ন হলো ওড়িশা কে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে

ইস্টবেঙ্গলের প্রমীলা ফুটবল বাহিনী গতকাল ওড়িশা এফসি কে ১ -০ গেলে হারিয়ে ১ ম্যাচ বাকি থাকতেই
আই লীগ চ্যাম্পিয়ন হয়ে গেলো । ইস্টবেঙ্গলের হয়ে এক মাত্র গোলটি করেন সৌমা গুগুলথ । তার ফলে ২০২৫-২৬ মরশুমে মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করলো ইস্টবেঙ্গল ।