ইস্টবেঙ্গলে সই করলেন টনি ডোভাল

On: Saturday, January 5, 2019 9:22 AM

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  অনেক  টানা পোড়েনের পরে ইন্ডিয়ান এরোসের  বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার দিন চারেক আগে অবশেষে সই করলেন বার্সেলোনা যুব দলের  প্রাক্তন ফুটবলার আন্তোনিও রদ্রিগেজ ডোভাল  (টনি )। জানুয়ারি থেকে ট্রান্সফার উইন্ডো খুলে যাওয়ার পরেই তিনি এই সই করতে পারলেন , তিনি অবশ্য শেষ দুই সপ্তাহ ধরে ইস্টবেঙ্গলের সাথে অনুশীলন করছেন , তিনি স্ট্রাইকার এবং উইঙ্গার  দুই  পজিশনের খেলতে পারেন ।