ইস্টবেঙ্গল আই এস এলে খেলবে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :অপেক্ষার শেষ হল। ইস্টবেঙ্গল  সপ্তম আই  এস এলে  খেলবে  যা  দেশের  এক নম্বর  ফুটবল লীগ। আজ এফ  এস ডি এলের চেয়ারপারসন নীতা আম্বানি এই ঘোষণা করেন। তিনি বলেন আই  এস এলের  আজ গর্বের দিন। লক্ষ লক্ষ  সমর্থকের সঙ্গে তিনি ইস্টবেঙ্গল ক্লাবকেও এই টুর্নামেন্টে  স্বাগত জানান। ইস্টবেঙ্গলকে নিয়ে লীগে  মোট  দলের সংখ্যা দাঁড়ালো ১১। আগেই কলকাতার আর এক দল  মোহনবাগান  এ টি কে র  সঙ্গে সংযুক্ত  হয়ে  এই  টুর্নামেন্টে খেলবে।