ইস্টবেঙ্গল ও মোহনবাগান কি ডুরান্ডের শেষ আটে পৌঁছাবে

গতকাল যুবভারতীতে তে ডুরান্ড কাপে ডার্বির ঠিক আগের ম্যাচে ইস্টবেঙ্গল ড্র করলো রাজস্থান উনিটেদের সাথে । ডি গ্রুপের ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই ,এবং দ্বিতীয় স্থানে থাকা রাজস্থানের ও পয়েন্ট ৪ সেইখানে মোহনবাগানের অর্জিত পয়েন্ট ১ ওইস্টবেঙ্গলের পয়েন্ট ২।পয়েন্ট টেবিলের প্রথম দুটি দল যাবে শেষ আটে ।