ইস্টবেঙ্গল কি পারবে আজকের ডার্বিতে ঘুরে দাঁড়াতে ?

আজ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএস এল লীগের ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ।শেষ খেলা তে মহামেডান স্পোর্টিং কে ৩-০ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে মোহনবাগান ।আর ইস্টবেঙ্গল শেষ খেলা তে হেরে লীগ টেবিলের সব থেকে নিচে আছে ।ময়দানের পুরোনো প্রবাদ খোঁচা খাওয়া ইস্টবেঙ্গল বাঘের থেকেও ভয়ংকর এখন দেখা যাক কি হয় ।