ইস্টবেঙ্গল কি পারবে কি আজকে চেন্নাইয়িন এফসি কে হারাতে

আজ চেন্নাইয়ের মাঠে আইএস এলের লীগের খেলা তে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে চেন্নাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জন্য দুঃসংবাদ তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার হেক্টর খেলতে পারছেন না এই খেলাতে । আজ কে ইস্টবেঙ্গলের জয়ের উপরে নির্ভর করছে তারা সুপার লীগে যেতে পারবেন কি পারবেন না । তবে সুখবর নির্বাসন মুক্ত হয়ে ইস্টবেঙ্গলে দলে যোগ দিচ্ছেন নন্দকুমার ও মহেশ সিংহ ।