নতুন লগ্নি কারী সংস্থা ইমামির সঙ্গে এখন অব্দি চুক্তি না হওয়াতে স্থগিত হয়ে পড়েছে ইস্টবেঙ্গলের দল গঠনপ্রক্রিয়া ।লক্ষ লক্ষ লাল হলুদ সমর্থকের মনের প্রশ্ন আদৈ কি ইস্টবেঙ্গল খেলতে পারবে কলকাতা লীগ অথবা ডুরান্ড কাপ । প্রথমে কোয়েস্টতার পরে শ্রী সিমেন্ট এবং বর্তমানে ইমামি ক্ষমতা ধরে রাখা নিয়ে লড়াই চলেছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের । ইস্টবেঙ্গল ক্লাবের মালিকানা কারহাতে কত % থাকবে সেই নিয়ে এখনো সমঝোতা হয়নি ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...