ইস্টবেঙ্গল খেলবে জামশেদপুরের বিরুদ্ধে

আজ জামশেদপুরের মাঠে ইস্টবেঙ্গল জামশেদপুর কে হারালো পারলে প্লেঅফে টিকে থাকার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে । লালচুননুঙ্গ নির্বাসন থেকে ফিরে আসলেও পার্ডোর শুন্য স্থান কি ভাবে পূরণ হবে তা নিয়ে চিন্তায় কুয়াদ্রাত ।এখন প্রশ্ন উঠছে ড্যানিয়েল চিমা কে আটকাতে কি কুয়াদ্রাত পনটিচ কেই ব্যবহার করবেন ।দলে ফিরে এসেছেন নাওরেম মহেশ সিংহ ,তবে কুয়াদ্রাত ভরসা করছেন অধিনায়ক ক্লেইটনের উপরেই ।