আজ জামশেদপুরের মাঠে ইস্টবেঙ্গল জামশেদপুর কে হারালো পারলে প্লেঅফে টিকে থাকার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে । লালচুননুঙ্গ নির্বাসন থেকে ফিরে আসলেও পার্ডোর শুন্য স্থান কি ভাবে পূরণ হবে তা নিয়ে চিন্তায় কুয়াদ্রাত ।এখন প্রশ্ন উঠছে ড্যানিয়েল চিমা কে আটকাতে কি কুয়াদ্রাত পনটিচ কেই ব্যবহার করবেন ।দলে ফিরে এসেছেন নাওরেম মহেশ সিংহ ,তবে কুয়াদ্রাত ভরসা করছেন অধিনায়ক ক্লেইটনের উপরেই ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...