ডুরান্ড কাপ শুরুর আগে তিন বিদেশী কে একসঙ্গে সই করিয়ে এক বছরের চুক্তি তে চমক দিলো লাল হলুদ ব্রিগেড ।তিন জন হলেন ব্রাজিলের মিড্ ফিল্ডার মিগুয়েল ,প্যালেস্টাইন মিড্ ফিল্ডার রশিদ এবং আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিলি ।কোচ খুব প্রশংসা করেছেন মিগুয়েল ।তিনি যেইদিন খেলেন সেই দিন খেলার ধারা বদলে যায় । কেভিন নিয়ে তিনি বলেন ডিফেন্সের পাশাপাশিআক্রমণ করতে পারেন ।রাশিদ দল কে নেতৃত্ব দেয়ার সাথে বল দখলের লড়াইয়ে কাউকে ছারে না ।